সিডনিতে ঐতিহাসিক মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১৬ নভেম্বর ২০২৫ রবিবার, বিকেল ৫:৩০ মিনিট সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় সিডনিতে অবস্থানরত বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মানিত সদস্যদের উপস্থিতি ছিল শুরু থেকেই।

সমগ্র অনুষ্ঠানের  আহ্বায়ক ছিলেন  বিএনপি নেতা খাইরুল কবির পিন্টু, সদস্য সচিব: মিনহাজ উদ্দিন (ইঞ্জিনিয়ার) । অনুষ্টানে প্রধান অতিথি

ছিলেন লিয়াকত আলী স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা, বিএনপি অস্ট্রেলিয়া প্রধান অতিথি । বিশেষ অতিথিবৃন্দ আব্দুল্লাহ ইউসুফ শামীম (অনুপস্থিত), রুহুল আহমেদ সওদাগর, মো: কুদরতুল্লাহ লিটন ও ড. আব্দুল ওয়াহাব।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যে কণ্ঠে জাতি স্বাধীনতার আহ্বান শুনেছিল, সেই কণ্ঠেই আবারও তারা শুনেছিল আশ্বাসের সুর। মুহূর্তেই জেগে ওঠে ১৯৭১ সালের মুক্তির প্রেরণা— বুকে জমে থাকা ভার যেন হালকা হয়ে যায়, দেশজুড়ে ছড়িয়ে পড়ে স্বস্তির নিঃশ্বাস।

সেদিন জাতি আবারও শুনেছিল সেই ঐতিহাসিক উচ্চারণ : “আমি মেজর জিয়া বলছি।”

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় স্বতঃস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিল ছড়িয়ে পড়ে। সৈনিক ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে উচ্চারণ করেছিল :

“সিপাহী-জনতা ভাই ভাই”;

“বাংলাদেশ জিন্দাবাদ”;

“মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ”;

“সিপাহী-জনতা এক হও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *