খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অস্ট্রেলিয়ায় দোয়া মাহফিল

সুপ্রভাত সিডনি রিপোর্ট: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৩০ নভেম্বর ২০২৫) সিডনির ল্যাকেম্বা ‘মাসালাতে ’  এ দোয়ার আয়োজন করা হয়।

বর্তমানে বেগম জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করা হয়। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ইউসুফ শামীম।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দোয়ায় অংশ নেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ, সাবেক সহসভাপতি ও সাবেক জিয়া পরিষদ সভাপতি রুহুল আহমেদ সওদাগর, ডা. আব্দুল ওয়াহাব, সাবেক জিয়া পরিষদ সভাপতি আব্দুল কাইয়ুম, মো. আবুল হাছান, কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, বেলাল হোসেন ঢালী, মোবারক হোসেন, আব্দুস সাত্তার, এ এন এম মাসুম, খাইরুল কবির পিন্টু, মো. কুদ্দসুর রহমান, মো. কামরুল ইসলাম, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মো. ইরফান খান, জিয়া ফোরামের আহ্বায়ক সোহেল মাহমুদ ইকবাল এবং সদস্যসচিব জাকির আলম লেলিন।

এ ছাড়া বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *