728 x 90

কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা বাবু গ্রেফতার

দেশের গন্ডি পের হয়ে প্রবাসেও আওমীলীগের নেতারা অপরাধে জড়িত হয়ে দেশের ভাব মূর্তি ডুবাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে বোস্টনের আওয়ামী লীগ নেতা আসিফ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসিফ বাবুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে। শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটি’র সুপিরিয়র কোর্টের বিচারক

দেশের গন্ডি পের হয়ে প্রবাসেও আওমীলীগের নেতারা অপরাধে জড়িত হয়ে দেশের ভাব মূর্তি ডুবাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে বোস্টনের আওয়ামী লীগ নেতা আসিফ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসিফ বাবুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে। শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটি’র সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার এর রায় দেন। তার বিরুদ্ধে ধর্ষণসহ গুরুতর অভিযোগের পাশাপাশি শ্বাসরোধের অভিযোগ রয়েছে।

আসিফ বাবু বোস্টন সংলগ্ন মেডফোর্ডের বাসিন্দা ও নিউ ইংল্যান্ডের বোস্টন ভিত্তিক বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) এর সাবেক সভাপতি। তিনি বোস্টনে দু’গ্রুপে বিভক্ত নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগ (ইউসুফ-ইকবাল) গ্রুপের সহ-সভাপতি। সপ্তাহব্যাপী সকল বিচারিক কার্য শেষে তাকে কারা হেফাজতে রাখার আদেশ দেন।

আসিফ বাবুকে সালেম সিটি’র একজন কৃষ্ণাঙ্গ নারীর উপর অশ্লীল যৌন আক্রমণ এবং ব্যাটারির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি দুই বছর আগে ভাড়ার জন্য একটি রুম সম্পর্কে তার সাথে যোগাযোগ করেছিলেন।

সালেম সুপিরিয়র কোর্টের জুরি দ্বারা আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু ধর্ষণের আরও গুরুতর অভিযোগের পাশাপাশি শ্বাসরোধের অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন। এক সপ্তাহব্যাপী বিচারের পর শুক্রবার (১৪ অক্টোবর ২০২২) বিচারক টমাস ড্রেচসলার চৌধুরীর জামিন প্রত্যাহার করে এবং মুলতবি দন্ডাদেশে তাকে হেফাজতে রাখার আদেশ দেন। আগামী ৮ই নভেম্বর ২০২২ আসিফ বাবুকে অশ্লীল যৌন হামলা ও ব্যাটারি দোষী সাব্যস্ত করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ নভেম্বর বোস্টনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচন চলাকালীন একটি প্যানেলের সভাপতি প্রার্র্থী আসিফ বাবু ও তার সাঙ্গপাঙ্গরা অপর প্যানেলের একজন প্রতিদ্বন্দ্বী প্যানেলের এক প্রার্থীকে প্রহার করলে সে গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের সাহায্য চাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ভোট বন্ধ করে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে খোকা-নবী-সামি পরিষদের ক্রীড়া সম্পাদক প্রার্থী এসএম সাজ্জাদ হোসেন স্থানীয় পুলিশের কাছে আসিফ বাবুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর কয়েক সপ্তাহ পরে বোস্টনের কয়েকজন কথিত কমিউনিটির নেতাদের হস্তক্ষেপে মামলাটি মীমাংসা করা হয়। ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও আসিফ বাবু নির্বাচনের কমিশনের সাথে যোগসাজস করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দুই বছর মেয়াদী সভাপতি নির্বাচিত হন। চলতি বছরে একই কায়দায় তার স্ত্রী পারভীন চৌধুরীকে তিনি ‘বেইন’-এর সভাপতি পদে বসিয়েছেন। বোস্টনের বাংলাদেশি কমিউনিটিতে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। আওমীলীগের নেতা কর্মীরা শুধু দেশেই নয়,প্রবাসেও বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যাচ্ছে। বাংলাদেশের ভাব মূর্তি প্রবাসেও ভুলুন্ঠিত করে যাচ্ছে এ নোংরা সন্ত্রাসী দল।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising