আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোজ রবিবার অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের তলবী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে । সভায় সংবিধান সংশোধনী নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা করা হচ্ছে। সংগঠনের সাবেক সভাপতি করিম ইকবাল সুপ্রভাত সিডনি বরাবর একটি প্রেসরিলিস পাঠান, যা নিচে তুলে ধরা হলো। ১। তলবী সভায় সংশোধনী প্রস্তাব আনা কোন হ্যা বা না ভোটের বিষয় নয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোজ রবিবার অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের তলবী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে । সভায় সংবিধান সংশোধনী নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা করা হচ্ছে। সংগঠনের সাবেক সভাপতি করিম ইকবাল সুপ্রভাত সিডনি বরাবর একটি প্রেসরিলিস পাঠান, যা নিচে তুলে ধরা হলো।
১। তলবী সভায় সংশোধনী প্রস্তাব আনা কোন হ্যা বা না ভোটের বিষয় নয়। ২। সংবিধানের Clause ২৫ (৫) (৬) (৭) অনুযায়ী তলবী সভায় আনীত এজেন্ডা ব্যতিত অন্য কোন বিষয়ে আলোচনায় স্থান পাবে না। ৩। প্রস্তাবিত “সংশোধনী প্রস্তাব” এজেন্ডা নয়। তলবী সভার এজেন্ড হলো: Agenda: Amendment of the Constitution “Clause 15: Formation of Executive Committee: ৪। আনীত প্রস্তাবের উপর আলোচনা করতে কোন বাধা নেই এবং এজেন্ডার পরিবর্তন না করে আনীত প্রস্তাবের উপর উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবটি সংশোধন আকারেও অনুমোদন করার সুযোগ রয়েছে। তলবী সভায় প্রস্তাবের আলোচনা করে আপনার মতামতও গ্রহণ করা হতে পারে। এ ব্যাপারে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই বলে নেতৃবৃন্দ মনে করেন।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *