728 x 90

ঝিনুক জীবন: রফিকুল নাজিম

ও সাগর জল- কী তীব্রতর ঘৃণায় তুমি আমাকে ছুঁড়ে ফেলছ সৈকতে ঢেউয়ের আঘাতে আঘাতে ভাসিয়ে এনেছ সাগর তীরে ও সাগর জল- আমিত চেয়েছিলাম ঝিনুক জীবন; বিস্তৃত আকাশ নীল আমিও বাঁচতে চেয়েছিলাম তোমাদের জলের উৎসব ঘিরে। তবুও কোনো আক্ষেপ নেই আমার। অপেক্ষার রোদে পুড়ে যাচ্ছে আমার পাথুরে খোলস ভেতরে আমার প্রচন্ড জলশূন্যতা, আমিও চাই- দ্বিতীয় জীবনে

ও সাগর জল-

কী তীব্রতর ঘৃণায় তুমি আমাকে ছুঁড়ে ফেলছ সৈকতে

ঢেউয়ের আঘাতে আঘাতে ভাসিয়ে এনেছ সাগর তীরে

ও সাগর জল-

আমিত চেয়েছিলাম ঝিনুক জীবন; বিস্তৃত আকাশ নীল

আমিও বাঁচতে চেয়েছিলাম তোমাদের জলের উৎসব ঘিরে।

তবুও কোনো আক্ষেপ নেই আমার।

অপেক্ষার রোদে পুড়ে যাচ্ছে আমার পাথুরে খোলস

ভেতরে আমার প্রচন্ড জলশূন্যতা,

আমিও চাই- দ্বিতীয় জীবনে কেউ আসুক

সৈকত থেকে কেউ আমাকে কুড়িয়ে নিক

দ্বিতীয় জীবনে-

আমি আদিবাসী মেয়েটার গলায় ঝিনুকের মালা-ই হবো।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising