এত আবর্জনা যদি ছিলো
তোমার মনের জানালায়,
তাহলে বেঁধে ছিলে কেন যে
তোমার করিডোরে আমায়।
ফুটন্ত ফুলের কলিগুলো
কেন নিমেষে করলে শেষ,
বাঁচার জন্য কি ফুটে ছিলো
রক্ষা করতেই পরিবেশ।
আহত পাখির মতো ছুটে
অজানা অচেনা এক পথে,
শুকনো পাতা নৃত্য করছে
দুদর্শা সেই ফুটপাতে।
কষ্ট বুকে জমে আছে বন্ধু
আজও সুখে নয়তো ভবে,
জানিনা আর তোমার সাথে
আবার কখন দেখা হবে।
আপন যদি ভেবেই থাকো
একদিন দিও এসে দেখা,
নয়তো ভবে স্মৃতি হয়েই
থাকবে যে’কাব্য কথা লেখা।