728 x 90

বাঙালি: সেলিনা জামান লীনা

প্রাণ থাকতে থামবে না ওরা… ওরে বিদ্রোহী বাঙালি, দু’বেলা দু’মুঠো না জুটলেও ভালোবাসায় গড়ে মিতালী। এ ভাষায় রয়েছে সক্রিয়তা আছে আবেগ সহন বেদন, প্রাণের ভাষার নিমন্ত্রণে জাগে উৎসাহ-উদ্দীপন। মায়ের ভাষা বলতে শিখে চিনেছে বিশ্ব জগৎ, এ ভাষায় আছে অমৃত সুধা, সকলের মাঝে ঐক্যবোধ। এ ভাষার তরে লক্ষ শহীদ স্বেচ্ছায় দিলো প্রাণ, মাতৃ ভাষাকে বাঁচিয়ে রাখতে

প্রাণ থাকতে থামবে না ওরা…

ওরে বিদ্রোহী বাঙালি,

দু’বেলা দু’মুঠো না জুটলেও

ভালোবাসায় গড়ে মিতালী।

এ ভাষায় রয়েছে সক্রিয়তা

আছে আবেগ সহন বেদন,

প্রাণের ভাষার নিমন্ত্রণে

জাগে উৎসাহ-উদ্দীপন।

মায়ের ভাষা বলতে শিখে

চিনেছে বিশ্ব জগৎ,

এ ভাষায় আছে অমৃত সুধা,

সকলের মাঝে ঐক্যবোধ।

এ ভাষার তরে লক্ষ শহীদ

স্বেচ্ছায় দিলো প্রাণ,

মাতৃ ভাষাকে বাঁচিয়ে রাখতে

করেছিল দৃঢ় পণ।

লড়াই করে ছিনিল ভাষা

গর্বিত আমরা বাঙালি,

রক্তে রাঙানো এ ভাষা আমাদের

বীর বাঙালি সংগ্রামী!

এ ভাষাতে মিশে রয়েছে

শহীদের তাজা রক্ত,

বর্গীদের দুরমুশ করণে

ভাষার ভীত হলো শক্ত।

যে জাতি প্রাণ দিতে পারে

মাতৃভাষার তরে-

সে ভাষা একদা স্বীকৃতি পাবে

বিশ্বের দরবারে!

বর্ণমালা বাঁচাতে যাঁরা

রেখেছিল জীবন বাজি,

তাঁরা চিরজীবী

অকুতভয় গাজী।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising