যখন খুব তোমায় নিয়ে ভাবি, নিজেকে বড্ড বেশামাল মনে হয় মাঝে মাঝে! এলোমেলো হয় পৃথিবীর ব্যাসার্ধ অংকন করা। আমি নিতান্তই খুঁটিনাটি উপলব্ধি করা এক কৌতূহলী মানুষ। জীবনের পাঠ পড়তে বড্ড ভালোবাসি। তোমাকেও পড়েছিলাম তাই খুব নিখুঁতভাবে। নির্ভাজ কষ্টগুলো গুছিয়ে নিয়ে রোজকার নিয়ম মেপে। নিজেকে আবিষ্কার করি কখনো বা গবেষক রূপে, খুঁটিয়ে খুঁটিয়ে তোমার জীবনের পরিধি
যখন খুব তোমায় নিয়ে ভাবি,
নিজেকে বড্ড বেশামাল মনে হয় মাঝে মাঝে!
এলোমেলো হয় পৃথিবীর ব্যাসার্ধ অংকন করা।
আমি নিতান্তই খুঁটিনাটি উপলব্ধি করা এক
কৌতূহলী মানুষ।
জীবনের পাঠ পড়তে বড্ড ভালোবাসি।
তোমাকেও পড়েছিলাম তাই খুব নিখুঁতভাবে।
নির্ভাজ কষ্টগুলো গুছিয়ে নিয়ে রোজকার নিয়ম মেপে।
নিজেকে আবিষ্কার করি কখনো বা গবেষক রূপে,
খুঁটিয়ে খুঁটিয়ে তোমার জীবনের পরিধি মেপেছি
তাই ভালোবেসে।
আমি যাযাবর নয়! আবার দুঃখবিলাসী মানবও নয়,
তবুও দুঃখদের সঙ্গী করে পথ চলি আপন খেয়ালে।
বেপরোয়া জীবনের লাগামহীন ধূলিকণায় রোজ গড়াগড়ি খেলে,
ভালো থাকতে শিখেছি বেশ আগেই।
তোমাকে আবিষ্কার করতে গিয়ে, ভুলেছি স্রোতের অনুকূলেও একটা জীবন থাকে।
বিপরীতে তুমি বয়ে গেলে আমায় ছেড়ে সুখের টানে।
আমি আজও খুঁজে যাই পুরোনো স্মৃতিগুলো উল্টে।
কোথাও নেই সেই তুমি, যাকে চেয়েছি জীবনের
প্রতিটি বাঁকে!
এক জীবনে আর কী আছে?
যেখানে ভালোবাসা হয়ে যায় নড়বড়ে আর ফিকে!
ভালো থেকো তবুও চাই তোমার রোজকার সুখের স্রোতে ভেসে।
আমিও রয়েছি দেখ, সব স্বপ্নগুলো মাটির নিচে
চেপে রেখে।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *