728 x 90

শাশ্বত জান্নাত: এম. আবু বকর সিদ্দিক

জান্নাত হলো ঈমানদারের শাশ্বত ঠিকানা, যেখানে নেই কোন রকম বিধি-নিষেধ, মানা৷ যা খুশি তা চাওয়া মাত্র এসে যায় সেখানে, বিলাসিতার বিপুল সম্ভার সজ্জিত যেখানে ৷ যেখানে নেই বিরক্তিকর শীত গ্রীষ্ম বর্ষা, কারো সুখে কেউ করে না হিংসা, বিদ্বেষ, ঈর্ষা৷ যে স্থানে সম্পদ নিয়ে হয় না কাড়াকাড়ি, ক্ষমতার দাপটে কভু হয় না বাড়াবাড়ি৷ মাজলুমেরা বিচার পেয়ে

জান্নাত হলো ঈমানদারের শাশ্বত ঠিকানা,

যেখানে নেই কোন রকম বিধি-নিষেধ, মানা৷

যা খুশি তা চাওয়া মাত্র এসে যায় সেখানে,

বিলাসিতার বিপুল সম্ভার সজ্জিত যেখানে ৷

যেখানে নেই বিরক্তিকর শীত গ্রীষ্ম বর্ষা,

কারো সুখে কেউ করে না হিংসা, বিদ্বেষ, ঈর্ষা৷

যে স্থানে সম্পদ নিয়ে হয় না কাড়াকাড়ি,

ক্ষমতার দাপটে কভু হয় না বাড়াবাড়ি৷

মাজলুমেরা বিচার পেয়ে স্বস্তি পাবে বুকে,

লুন্ঠিত মাল ফিরে পেয়ে হাসবে মনের সুখে৷

যৌন বিনোদন যেখানে বাঁধা বন্ধনহীন,

হুর গেলেমান, শরাব, খর্জুর পাবে সীমাহীন৷

যেখানে নেই অসুস্থতা ব্যাধি, অনাচার,

সবকিছুই মন মাতানো সুখের সমাহার৷

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising