বাচ-বিচার করে ভালোবাসা যায়না ভালোবাসা হলো দমকা হাওয়া ঝড়ের বেগে ভালোলাগা ভর করে। বিচার বিশ্লেষণ করে যা হয় তা সংসার আধাআধি থাকে সব ওখানে ভালোবাসা ভাগ হয় ঝগড়া, রাগ, মান-অভিমানে। আর ভালোবাসা নিজের মনের প্রশান্তি বলা যায় এক তরফা, আমি নাহয় প্রশান্তিটুকু নিলাম।
বাচ-বিচার করে ভালোবাসা যায়না
ভালোবাসা হলো দমকা হাওয়া
ঝড়ের বেগে ভালোলাগা ভর করে।
বিচার বিশ্লেষণ করে যা হয় তা সংসার
আধাআধি থাকে সব ওখানে
ভালোবাসা ভাগ হয় ঝগড়া, রাগ, মান-অভিমানে।
আর ভালোবাসা নিজের মনের প্রশান্তি
বলা যায় এক তরফা,
আমি নাহয় প্রশান্তিটুকু নিলাম।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *