আমি চাই, কেউ আমায় প্রচণ্ড রকম ঘৃণা করুক! ভালো তো অনেকেই বাসে, কয়জনই বা মনে রাখে? কয়জনেই আর পাশে থাকে রোজ ছায়া হয়ে? ভালোবাসায় এখন জং ধরেছে, মন হয়েছে উদাস দুপুর। সারাজীবন আগলে রাখবে, কেউ আর এখন কথা দেয় না ভালোবেসে। এপার ওপার তোলপাড় করে কেউ এখন সারাটা জীবন রয় না সাথে। হারিয়ে গেলে খুঁজে
আমি চাই,
কেউ আমায় প্রচণ্ড রকম ঘৃণা করুক!
ভালো তো অনেকেই বাসে, কয়জনই বা মনে রাখে?
কয়জনেই আর পাশে থাকে রোজ ছায়া হয়ে?
ভালোবাসায় এখন জং ধরেছে, মন হয়েছে
উদাস দুপুর।
সারাজীবন আগলে রাখবে, কেউ আর এখন
কথা দেয় না ভালোবেসে।
এপার ওপার তোলপাড় করে কেউ এখন সারাটা
জীবন রয় না সাথে।
হারিয়ে গেলে খুঁজে খুঁজে ক্লান্ত হয় না কেউ কখনো,
বুঝিনা কেমন প্রেমিক সবে!
সবার এখন জং ধরেছে মনের ঘরে, সময়গুলোও
কেমন যেন পাল্টে গেছে।
এই শহরে যে যার মত সবাই ভীষণ ব্যস্ত থাকে;
কেউ কাউকে প্রয়োজন ছাড়া রাখে না মনে।
সবাই যেন আটকে আছে দায়বদ্ধতার শেকল পায়ে।
স্বার্থের মোহে প্রয়োজনে কখনো সখনো কাছে আসে!
তাই তো আমি চাই আমাকে;
কেউ এবার মন থেকে রোজ ঘৃণা করুক, চরম ঘৃণা!
আমি না হয় আরেকটু বেশি, খারাপ হব তার
কাছে ইচ্ছে করেই।
বেসামাল করে তুলব এই আমাকে পাগলামি করে।
আমি চাই না কেউ আমার মায়ায় পড়ুক;
আটকে থাকুক ভালোবেসে দিন যাপনের সাথি হয়ে।
ঘৃণার মাঝেই বেঁচে রব, আমিও তার হৃদয় পটে।
বেঁচে রব আগুন জ্বেলে তার, মন দুয়ারে আঘাত দিয়ে।
আমার এখন সময় ভীষণ খারাপ বলে;
যাচ্ছে জীবন যেমন তেমন, কোনো মতে মন
পোড়ানো গন্ধ শুঁকে।
এভাবেই নষ্ট করব একটা জীবন, কেউ কখনো
জানবে না যে।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *