গত ৮ অক্টোবর ২০২২ শনিবার সকালে অস্ট্রেলিয়ায় ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল
(আইপিডিসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া স্টেটের রাজধানী মেলবোর্নের
পশ্চিম অঞ্চলের টোটেনহাম এলাকায় অস্ট্রেলিয়া লাইট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী সভার সূচনা হয়। ব্রিসবেনের
স্ল্যাকস ক্রিক মসজিদের ইমাম শায়খ আকরাম বকস এ সময় সুরা ক্বাফ থেকে তেলাওয়াত
করেন। আইপিডিসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের উপস্থাপনা ও
পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনের সুচনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ড. রফিকুল উসলাম।
অনুষ্ঠানে আরো ভিডিও বক্তব্য প্রদান করেন ফেডারেল মিনিস্টার ফর আর্লি চাইল্ডহুড
এডুকেশন ড. এন আলী এমপি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা প্যামেন, নিউ সাউথ
ওয়েলসের সিনেটর ডেভিড শুব্রিজ এবং এনএসডব্লিউ বিরোধী দলীয় নেতা ক্রিস্টোফার মিনস এমপি ।
ক্তব্য রাখেন ফেডারেল মিনিস্টার ফর আর্লি চাইল্ডহুড এডুকেশন ড. এন আলী এমপি,
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা প্যামেন, নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভিড শুব্রিজ,
ভিক্টোরিয়ান লেজিসলেটিভ এসেম্বলির সদস্য সারা কনোলি এমপি, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড.
ইবরাহিম আবু মোহাম্মদ, ভিক্টোরিয়ান মাল্টিকালচারাল কমিশনের চেয়ার ভিভ নুয়েন এএম,
সিনেটর জেনেট রাইসের প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান গ্রিনস নেতা বার্নাডেট টমাস। এছাড়া
অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান ভিক্টোরিয়ার মাল্টিকালচারাল এফেয়ার্স
মিনিস্টার রস স্পেন্স এমপি এবং প্রাক্তণ সিনেটর লী রিয়ানন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের
প্রেসিডেন্ট শায়খ শাদী আল সুলাইমান, এমসিসিএ চেয়ারম্যান ড. আকতার কালাম,
বোর্ড অফ ইমামস ভিক্টোরিয়ার প্রতিনিধি ইমাম নাওয়াজ সালিম এবং ইমাম মোস্তফা
সারাকিবি, ইসলামিক কাউন্সিল অফ ভিক্টোরিয়ার প্রেসিডেন্ট আদিল সালমান, টার্নেইট
এলাকার লেবার পার্টি নেতা ডাইলান উইট প্রমুখ।