জালালাবাদ ইউনাইটেড এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (জেইউএএ) এর ২০২৩-২০২৪ অর্থ বছরে বার্ষিক আলোচনা সভা ১৩ নভেম্বর (রবিবার) বিকালে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের সিডনী লাকেম্বা’র হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. ফয়সল আহমদ।
সংগঠনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জুনেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মদের দেশের স্বজনদের কাছে পরিচিত করা নৈতিক দায়িত্ব। বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সকলকে উৎসাহ দেয়া, বাংলাদেশে বিভিন্ন দুর্যোগের সময় অতীতের ন্যায় পাশে থাকা, অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেটীদের ইমিগ্রেশন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা গুলো চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে জানাতে এই সংগঠন কাজ করছে।