সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এনজিওগুলো এই আর্থিক বৎসরের শেষ পর্যন্ত আশ্রয় প্রার্থী ও অন্যান্য দুর্বল (vulnerable) অস্থায়ী ভিসাধারীদের সেবা প্রদান অব্যাহত রাখতে সক্ষম হবে, এই আর একটি তহবিল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের জন্য সম্মত হয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার।
যদিও এই সংস্থাগুলোকে তহবিল প্রদানের দায়িত্ব ফেডারেল সরকারের দায়িত্ব, তবু গত দুই বৎসর যাবৎ নিউ সাউথ ওয়েলস সরকার প্রয়োজনীয় তহবিল সরবরাহ করে যাচ্ছে । কর্মকর্তারা জানিয়েছেন, আশ্রয় প্রার্থী এবং অস্থায়ী প্রোটেকশন ভিসা ধারীদের সহায়তা প্রদানকারী ১৫ টি সংস্থাগুলের কার্যকলাপ পরিচালনা ব্যয় মিটানোর জন্য আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত $৩.৬৫ এর অংশ পাবে।
“এখন আমরা তাদের আরও বাড়তি (তহবিল) দিচ্ছি, যাতে করে তারা সমাজের সবচেয়ে দুর্বল (vulnerable) কিছু মানুষের জন্য চিকিৎসা, আবাসন, টেলিযোগাযোগ বা পরিবহন সহায়তা প্রদান চালিয়ে যেতে পারে।”
“আশ্রয়প্রার্থী এবং অস্থায়ী ভিসাধারীগন এই সব সংস্থার সহায়তার উপর অনেক বেশী নির্ভরশীল , এবং এই সহায়তার জন্য আমাদের সরকারকে ধন্যবাদ, তাদের (আশ্রয়প্রার্থী এবং অস্থায়ী ভিসাধারীদের) অসহায়ত্বের মধ্যে রাখা যাবে না।”
এই সর্বশেষ তহবিল বারদ্দের অর্থ হল নিউ সাউথ ওয়েলস সরকার গত দুই বৎসরের যাবৎ এই সংস্থাগুলোকে সহায়তার লক্ষ্যে $২০ মিলিয়ন প্রদান করেছে। “এই সংস্থাগুলোতে আমাদের বিনিয়োগ প্রমান করে যে আমরা নিউ সাউথ ওয়েলস জুড়ে বসবাসকারীদের বিভিন্ন চাহিদগুলো বুঝতে পারি এবং তাদের যথাসস্ভব সর্বোত্তম সহায়তা নিশ্চিত করতে চাই।”