শঙ্খ স্মরণ: -আজিবুল সেখ

Friend and Abu Bakar

তোমাকে হারাবো ভাবিনি,
কারণ, তুমি হারাতে পারো না।
তোমার প্রেরণা নিভে যাবে ভাবিনি,
কারণ, এ প্রেরণা কখনও নেভার নয়।
তোমার প্রেরণাই তোমার অমরত্ব,
তোমার শঙ্খ ধ্বনি ধ্বনিবে
গ্রাম বাংলার সন্ধ্যাকাশে যুগে যুগে।
তুমি বাঁচবে আমাদের স্মৃতিপটে,

অমর হবে শঙ্খ তুমি
লাল পশ্চিম গগনে চন্দ্রিল টিপ হ’বে,
তুমি ছিলে তাই কবিতা আজও বাঁচে।
আমার প্রেরণা তুমি
তোমার লেখনী স্বপ্ন দেখায়,
আজও গভীর রাতে হাতছানি দেয়।
তুমি শঙ্খ অমর কবি…..
থাকবে তুমি চিরভাস্বর তরুণ মনে,
বাঁচবে তুমি, বাঁচবে সৃষ্টি,
হবে তুমি কালজয়ী, হবে অমরত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *