728 x 90

আগামী সোমবার ৬ মার্চ ক্যানবেরায় রিফিউজি সমাবেশে যোগ দিন !

সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ার প্রতিটি প্রদেশ থেকে আগত রিফিউজি নেতৃবৃন্দের প্রস্তুতি সভায় সকলের সম্মতিতে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে : শুধু মাত্র ৬ মার্চের (সোমবার) অফিসিয়াল অনুমতি সাপেক্ষে একদিনের জন্য সমাবেশ করা হবে। ৭ বা ৮ মার্চের জন্য কোনো অনুমতি মেলেনি। তাই, অনুমতি বিহীন ৭বা ৮ তারিখে (মঙ্গল বা বুধবার) ক্যানবেরায় কোনো সমাবেশ  করা যাবেনা। ফেডারেল

সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ার প্রতিটি প্রদেশ থেকে আগত রিফিউজি নেতৃবৃন্দের প্রস্তুতি সভায় সকলের সম্মতিতে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে : শুধু মাত্র ৬ মার্চের (সোমবার) অফিসিয়াল অনুমতি সাপেক্ষে একদিনের জন্য সমাবেশ করা হবে। ৭ বা ৮ মার্চের জন্য কোনো অনুমতি মেলেনি। তাই, অনুমতি বিহীন ৭বা ৮ তারিখে (মঙ্গল বা বুধবার) ক্যানবেরায় কোনো সমাবেশ  করা যাবেনা। ফেডারেল পুলিশের অনুমতি উপেক্ষা করে কেউ যদি ৭ বা ৮ (মঙ্গল বা বুধবার) যেয়ে গ্রেপ্তার হয়, তার দায় ভার রিফিউজি কোনো সংগঠন নেবে না।

অস্ট্রেলিয়া একটি সুশৃঙ্খল দেশ, এখানে অনুমতি সাপেক্ষে প্রধানমন্ত্রীর অফিস, বাস ভবন বা সম্ভাব্য যেকোন জায়গায় ডেমোনেস্ট্রেশন করা সম্ভব। তবে অনুমতি ছাড়া গেলে গ্রেপ্তার হবার সম্ভবনা সবচেয়ে বেশি। ফেডারেল পুলিশ ভিসাবিহীন অবস্থায় এ ধরনের আইন অমান্য করার জন্য গ্রেপ্তার করলে আগামীতে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাবেনা-উপরন্ত হয়তো ডিপোর্ট করে দিতে পারে।

তাই, রিফিউজি নেতৃবৃদ্ধ সকলের কাছে অনুরোধ করেছেন, কেউ যাতে অনুমতি বিহীন ৭ বা ৮ তারিখ (মঙ্গল বা বুধবার) ঝুঁকি নিয়ে ক্যানবেরা পার্লামেন্টে না গমন করেন।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising