728 x 90

সিডনিতে “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামত” আলোচনা সভা

সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া মহাদেশের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নের প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচা সভা ২৬  ফেব্রুয়ারি (রবিবার) ২০২৩ সিডনির ক্রিসপি চিকেন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. কুদরত উল্লাহ লিটনের

সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া মহাদেশের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নের প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচা সভা ২৬  ফেব্রুয়ারি (রবিবার) ২০২৩ সিডনির ক্রিসপি চিকেন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. কুদরত উল্লাহ লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রভাত সিডনি মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্টাতা  আবদুল্লাহ  ইউসুফ শামীম।

বক্তব্যে রাখেন বিএনপি নেতা আব্দুস সামাদ শিবলু, এএনএম মাসুম, খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ নাসির আহম্মেদ, মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল করিম, মাহবুবুর রহমান সর্দার মামুন, নূর মোহাম্মদ, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম, সুধন যোসেফ ক্রুশ, অসীত গোমেজ, লিন্টাস পেরেরা,মোহাম্মদ বাচ্চু,আলা উদ্দিন ,ইয়াসিন মোল্লা,রফিকুল ইসলাম,আশিক মিয়া, বেলাল হোসেন, খোরশেদ আলম, মোহাম্মদ বাসেত, শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউসুফ শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ১০ দফা এখন সময়ের দাবী। আমরা যারা প্রবাসে বসবাস করি, দেশনায়কের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করছি এবং দাবি বাস্তবায়নের জন্য আমাদের সকল করণীয় এবং আগামী দিনে নিরপেক্ষ নির্বাচনের জন্য অস্ট্রেলিয়া থেকে আন্দোলন আরো বেগবান করা হবে। তাছাড়া বাকশালী আওয়ামী দুর্নীতিবাজ সরকারের আমলে কোনো বাক স্বাধীনতা নাই। বাংলাদেশের প্রথম কাতারের  জাতীয় পত্রিকা বর্তমান দিনকাল বন্ধ করে দিয়ে সরকার আবারো তার বাকশালী নোংরা চেহারা তুলে  ধরেছে। পিলখানায় কৌশলে ৫৭জন সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে আবারো হুমকির মুখে ফেলেছে এ মাফিয়া সরকার।

সভাপতির বক্তব্যে মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশে কোন গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার নেই এই জন্য একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন দরকার। আর এই সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় বাধা বর্তমান সরকার। সেই কারণে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশনকে বিদায় হতে হবে এবং অভিজ্ঞসম্পন্ন লোকদের দিয়ে নিরপেক্ষ সরকার গঠন ছাড়া কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবেনা।

বিএনপি নেতা কুদরত উল্লাহ লিটন বলেন, আওয়ামী বিনাভোটের মিডনাইটের  সরকার রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করেছে। নির্বাহী, আইন এবং বিচার–এই তিনটি স্তম্ভ ধবংস করেও থেমে নেই। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে। দিনকাল বন্ধ করা সরকারের বাকশালী নীতির সর্বশেষ কলঙ্ক। এটাই এই সরকারের পতনের পূর্বাভাস। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের সকল স্তম্ভ মেরামত করা হবে। সে কারনেই রাষ্ট্রমেরামতের ২৭দফা জাতির কাছে জনপ্রিয়তা পেয়েছে। 

বিএনপি নেতা এএন এম মাসুম  বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। তার বাংলাদেশী পাসপোর্ট নবায়ন করতে দেয়া হয়নি, সম্পত্তি জব্দ  করা হয়েছে এবং তার বক্তৃতা প্রকাশ না করার জন্য সমস্ত জাতীয় মিডিয়াতে আদেশ জারি করেছে এ মাফিয়া সরকার, যা অত্যন্ত ঘৃণিত।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising