
চাহিদার শেষ নেই সেই আদিকাল থেকে
জীবন চলে স্বপ্নের মোহে
কলাপাতার ছাউনির ঘরকে ভুলে গেছি
অনেক আগেই,
এখন আশ্চর্য প্রদীপের দিকে নিবিড় দৃষ্টি।
মনের ক্যানভাসে সব সময় আঁকা হয় সুখের ছবি
এখন আর বসা হয় না খেজুর পাতার পাটিতে
সে স্থান দখল করে আছে সেগুন কাঠের সোফা,
মনকে যতই বলি তুষ্ট থাকো অল্পতে
মন শুধু আশ্চর্য প্রদীপই চায়।