
বসন্তের দ্বার খুলে ফাগুনের দখিনা হাওয়া
কচি সবুজের নৃত্যে মাতাল কোকিল গেয়ে যায়
বাসন্তীর নাচঘরে বুনোফুল ঠোঁটে হাসি ফুটে
ফাগুনের এ আগুনে খসে পড়ে শীতের পালক।
বসন্ত বাতাসে দোলে কচিকাঁচা ফলজ মুকুল
তার ঘ্রাণে মাতোয়ারা হৃদয়পাড়ার উঠোন
বসন্ত এসেছে বন্ধু, উড়ে প্রজাপতির ডানায়
চলো উড়ি এইবেলা বসন্তের হাওয়ায় হাওয়ায়।
ঝরা পাতার মিছিলে উড়ে যাক বিগত দিনেরা
আছে যত অভিমান, হিংসা-বিদ্বেষ, রেষারেষি
এইবেলা ভুল নয় ফুল হয়ে ফুটি এ বসন্তে
জীবনের দিনলিপি লিখি কচি পাতায় পাতায়।
বসন্ত এসেছে বন্ধু চলো হাঁটি বসন্তের পথে
আছে যত লোভ-ক্ষোভ, বিভেদ মানুষে সব ভুলে
চলো হাঁটি ফুলে ফুলে সব ভুলে মানুষে মানুষে
এইবেলা ভুল নয় ফুল হয়ে ফুটি এ বসন্তে।