728 x 90

জ্বলছে আগুন: এম. আবু বকর সিদ্দিক

রাত পোহালে খবর আসে দাম বেড়েছে আরও, দাও থামিয়ে দামের ঘোড়া যদি তুমি পারো। হয়ত কেহ সুখে আছ দেশের অর্থ লুটে, জনমনে জ্বলছে আগুন বলছে না মুখ ফুটে। একবার দু’বার তিনবার নহে বাড়ছে বারেবারে, লবন আনতে পান্তা ফুরায় গরিবের সংসারে। অর্ধেক বাজার করার পরে পকেটটা হয় ফাঁকা, দিনে দিনে যাচ্ছে থেমে জীবনগাড়ির চাকা।

রাত পোহালে খবর আসে

দাম বেড়েছে আরও,

দাও থামিয়ে দামের ঘোড়া

যদি তুমি পারো।

হয়ত কেহ সুখে আছ

দেশের অর্থ লুটে,

জনমনে জ্বলছে আগুন

বলছে না মুখ ফুটে।

একবার দু’বার তিনবার নহে

বাড়ছে বারেবারে,

লবন আনতে পান্তা ফুরায়

গরিবের সংসারে।

অর্ধেক বাজার করার পরে

পকেটটা হয় ফাঁকা,

দিনে দিনে যাচ্ছে থেমে

জীবনগাড়ির চাকা।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising