যে যা বলুক সকল মানুষ
একই প্রভুর সৃষ্টি,
ধর্ম-বর্ণ বিভেদ করে
নামে না তো বৃষ্টি ৷
সবার ভিটায় শস্য ফলে
সকলে পায় আহার,
মানব সেবার ক্ষেত্রে কেন
করবো ভিন্ন আচার৷
রক্ত মাংসে সবাই সমান
হিংসা বিভেদ কিসে,
পরষ্পরকে সম্মান দিয়ে
থাকবো মিলে মিশে৷
ধর্মকাজে জবরদস্তি
কখনও নয় সমীচীন,
মানবতা প্রসার হলে
প্রসারিত হয় দ্বীন৷