শূন্য পথে দাঁড়িয়ে আছি একেলা
মনের অন্তরে ভাবনা হারানো বেলা।
জীবনের পথে হাঁটতে পারি না কাছে
প্রতিদিন হারাই যাচ্ছে কিছু অমুখোশে।
মনের মাঝে থাকছে অনেক অধিকার
কেউ নেই যে তার সাথে ভাগ করবার।
একেলা একা হাঁটছি পথে
শূন্যতা ভরা এই জীবনে কেউ নেই পাশে।
কিছু ভালো লাগে না এখন যে হৃদয় বিক্ষিপ্ত
প্রতিদিন হারিয়ে যাচ্ছে সুখ এবং দুঃখ দুটি।
তবুও শূন্য পথে একেলা হাঁটতে থাকি
কেউ হাত বাড়াবে একদিন- হৃদয়ে ছবি আঁকি।
পথের শেষে সেই আলোকবলি জ্বলে আসে
হৃদয় ছুটে যায় কবিতা পাখির ডাকে।