ধোঁয়াশায় রয়ে যাচ্ছে জীবন,
প্রতিনিয়ত না পাওয়ার ক্রন্দন।
আগরবাতির গন্ধে ভেজা পবিত্র স্বপ্ন,
নিত্য হচ্ছে মৃত্যুর পথে চলমান যেন।
আশার পথে অধিক ধ্বংসের বীজ বোনা,
তবুও মৃত্যু অবধি স্বপ্নের চলে ঘোরাফেরা।
জীবনের প্রতি পদে পদে জানা হলো,
কতোটা অসহায় হয় মানুষ সময়ের কাছে।
কতোটা খালি হাত নিয়ে দাঁড়িয়ে আজ জীবন,
ঘড়ির কাঁটার কাছে পরাজিত হয়ে।
যেন নির্বোধ খেলা দেখে দু’চোখ দিয়ে,
বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকি নিঃস্পন্দ দেহে।