প্রিয় জন্মভূমি: আক্তার বিন আমির আহমদ

মাতৃভূমি থাকো তুমি

যতই বেশি দূরে,

ভালোবাসবো ততোই বেশি

সকাল সন্ধ্যা ভোরে।

জোয়ার- ভাঁটা, উজান- ভাটি

আমার জন্মভূমি,

যতন  করে রাখবো তারে

আদর করে চুমি।

সাগর- নদী, ঝর্না পাহাড়

এই তো আমার দেশ,

প্রকৃতির এই রূপে ঘেরা

দেখতে লাগে বেশ।

সোনার চেয়ে দামী আমার

জন্মভূমির মাটি,

বলতে পারো ইহার চেয়ে

আছে কোথায় খাঁটি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *