এখন তো আর পাই না চিঠি কোনো পার্বণ এলে, লাগতো ভালো হৃদয় মাঝে কারো চিঠি পেলে। চৈত্র গেলো বৈশাখ এলো এলো নাতো চিঠি, পাই না দেখা অক্ষরগুলো হাসছে মিটিমিটি। নতুন বছর প্রথম দিনে এমনিই গেলো কেটে, আসলো নাতো কারো চিঠি অন্তরটা যায় ফেঁটে। দু’দিন বাদেই ঈদের খুশি পাইনা খবর কারো, পত্র এলে হাতের পরে খুশি
এখন তো আর পাই না চিঠি
কোনো পার্বণ এলে,
লাগতো ভালো হৃদয় মাঝে
কারো চিঠি পেলে।
চৈত্র গেলো বৈশাখ এলো
এলো নাতো চিঠি,
পাই না দেখা অক্ষরগুলো
হাসছে মিটিমিটি।
নতুন বছর প্রথম দিনে
এমনিই গেলো কেটে,
আসলো নাতো কারো চিঠি
অন্তরটা যায় ফেঁটে।
দু’দিন বাদেই ঈদের খুশি
পাইনা খবর কারো,
পত্র এলে হাতের পরে
খুশি হতাম আরো।
সবাই এখন ভুলে গেছে
চিঠি পাওয়ার সুখ,
চিঠির ভিতর আসতো খবর
ভরে যেতো বুক।
1 Comment
মোহাম্মদ সাঈদুর রহমান
May 1, 2023, 11:42 pmঅনেক ধন্যবাদ
REPLY