
চোখের সামনে মেঘকাঁটা উড়ে বিশুদ্ধ
গণিত, ডানে-বামে সবদিকে চুনকাম করা
শহর, উপমার নিপুণ দৃশ্যপটে আমিও
তখন খদ্দের বৃষ্টির মতন চারুপাঠ শিখি!
লোমকূপ ফুঁড়ে বেরিয়ে আসে কষ্টের
নীলঘাম, তবুও শাওয়ারের জলে আধুনিক
প্রেমিকাকে রাতভর..
যতি চিহ্ন বিহীন রঙিন চিঠি লিখি..!!