বিবর্ণ বসন্ত: সেলিনা জামান লীনা

বসন্ত ঋতু মানে রং

এই রঙে অধীর সয়ং-

অঙ্গ জুড়ে সজ্জিত বাসন

স্নাত সুরভিত তপ্ত যৌবন!

কালের ব্যবধানে মুছে সকল

নিকস নিঝুম নির্জন ছায়াতল।

সময়ের প্রতি দুরত্বে

ফিকে লাগে প্রতি মুহূর্তে-

রং হাতে এসেছিল যারা

আজি বিবর্ণ সাজে তারা!

হারাবার ভয়, বিগলিত সুরে বলি,

রংটুকু না মুছেই বরং চলি!

খুঁজি বিগত প্রহর,

আজ আকাশের নেই বাহার।

ধুসর স্তব্ধ বিকেল-

একাকিত্ব খুঁজে নিঃশব্দ আবাসন,

বুঝি এমনই হয়-

যখন সব রং মুছে হয় বিবর্ণ জীবন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *