নাজমুল কবীর: দলীয় বা রাজনৈতিক ক্ষেত্রে প্রতিবাদের ভাষা প্রকাশ করার জন্য যে সমস্ত- কর্মসূচি দিত তার মধ্যে স্ট্রাইক, ধর্মঘট, হরতাল, মানববন্ধন, কালো ব্যাচ ধারণ, মৌন মিছিল, অনশন, লং মার্চ, রোড মার্চ, রাস্তা অবরোধ ইত্যাদি। ইদানিং অবস্থা দৃষ্টে মনে হয় এ সমস্ত কর্মসূচি ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। সাধারণ আম-জনতার সংশ্লিষ্টতা না থাকায় এর কার্যকারিতাও অনেকাংশে
নাজমুল কবীর: দলীয় বা রাজনৈতিক ক্ষেত্রে প্রতিবাদের ভাষা প্রকাশ করার জন্য যে সমস্ত- কর্মসূচি দিত তার মধ্যে স্ট্রাইক, ধর্মঘট, হরতাল, মানববন্ধন, কালো ব্যাচ ধারণ, মৌন মিছিল, অনশন, লং মার্চ, রোড মার্চ, রাস্তা অবরোধ ইত্যাদি। ইদানিং অবস্থা দৃষ্টে মনে হয় এ সমস্ত কর্মসূচি ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। সাধারণ আম-জনতার সংশ্লিষ্টতা না থাকায় এর কার্যকারিতাও অনেকাংশে কমে যাচ্ছে। দৃশ্যতঃ রাজনৈতিক দলগুলো যে কর্মসূচিই দিক না কেন এর মধ্যে সাধারণ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না। তাই কর্মসূচি গুলো হয়ে যায় পণ্ড ও অযৌক্তিক। জনগণকে সম্পৃক্ত করতে না পারলে, জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে না পারলে এবং বাস্তব ও জনকল্যাণমূখী কর্মসূচী না থাকলে কোন কর্মসূচিই মূলতঃ কাজে লাগে না। তাই বলতে হয়-
“যাই করো করতে হবে জনগণের স্বার্থে-তানা হলে পারবে শুধু জনগণকে মারতে”
এ জনগণ মারার কর্মসূচি সকল দেলের পরিহার করতে হবে। জনগণ বান্ধব, জনগণের উপকারে আসে এমন সব ইস্যূ নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমানে সকল দলের নেতা-নেত্রীগণ নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়া লোক দিয়ে কর্মসূচী পরিচালনা করে থাকেন। নেতা-নেত্রীগণ ঘরে বসে হুকুম দেন। আর ভাড়াটিয়া কর্মীরা বলতে থাকে-“অমুক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”। উপর মহল থেকে আসে রাজপথ রক্তে রঞ্জিত করার নির্দেশ আর একটা লাশ। ঐ লাশটাকে পূঁজি করে আসে হুংকার, দেয়া হয় নতুন কর্মসূচীর ঘোষণা। এ ভাবে কোন রাজনৈতিক কর্মসূচিই সফল হয় না। প্রত্যেক দলই ভিন্ন মতের ভিন্ন ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত। আসুন সকল দল, মত নির্বিশেষে এক হয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করি-
‘এসো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যমত্য সৃষ্টি করি-
হিংসা বিদ্বেষ সকল ভুলে সোনার বাংলাদেশ গড়ি’।
মিনতি ভরে বলতে হয়-
‘তিলে তিলে ধ্বংস হয়ে নিঃস্ব হচ্ছে দেশ-
হায়রে বাঙালি এটাই কী সোনার বাংলাদেশ!’।
পরিশেষে বলতে হয়-
‘তব কান্ডারি রাত হলো ভারী, কখন নিশি হবে ভোর
উড়বে রঙিন পাল, ধরবে কঠিন হাল, বাতাসে বাজিবে পত্তর’।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *