728 x 90

বুদ্ধির বিচারেও প্রমাণিত মুহাম্মাদ আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

আতিকুর রহমান: সপ্তম শতাব্দীর মক্কা। মক্কার প্রায় সকলেই পৌত্তলিকতায় বুদ হয়ে আছে। পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলার প্রশ্নই আসে না কেননা সকলেই নানা জাতের মূতির উপাসনাকে তাদের ধর্ম মনে করতো। স্রোত শুধু একদিকেই প্রবাহিত হচ্ছিল। এমন এক অবস্থায় এক ব্যক্তি হঠাৎ স্রোতের বিপরীতে এক ধর্ম নিয়ে হাজির হলেন। যা ঐ ব্যক্তির নিজের উপর এক মহাবিপদ ডেকে

আতিকুর রহমান: সপ্তম শতাব্দীর মক্কা। মক্কার প্রায় সকলেই পৌত্তলিকতায় বুদ হয়ে আছে। পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলার প্রশ্নই আসে না কেননা সকলেই নানা জাতের মূতির উপাসনাকে তাদের ধর্ম মনে করতো।

স্রোত শুধু একদিকেই প্রবাহিত হচ্ছিল। এমন এক অবস্থায় এক ব্যক্তি হঠাৎ স্রোতের বিপরীতে এক ধর্ম নিয়ে হাজির হলেন। যা ঐ ব্যক্তির নিজের উপর এক মহাবিপদ ডেকে আনা ছাড়া আর কিছুই ছিল না। কেননা পৌত্তলিকরা তাঁকে হত্যা করতে পারতো এমন জেনেই তিনি এ নতুন ধর্মের পথে মানুষকে ডাকতে থাকেন। যারা সমাজে এধরণের নতুন ধারণা বা নতুন কিছু নিয়ে আসে তাদের উদ্দেশ্য থাকে জনপ্রিয়তা বা অথনৈতিক উদ্দেশ্য হাসিল করা। কিন্তু এই ব্যক্তির এমন কোন উদ্দেশ্য দৃশ্যমান ছিলো না। তাঁকে বিপুল সম্পদের লোভ দেয়া হলো, তিনি প্রত্যাখ্যান করলেন। আরবের সবচেয়ে সুন্দর নারীর লোভ দেয়া হলো, তাও তিনি প্রত্যাখ্যান করলেন। যদিও এসবই একজন যুবকের জন্য  ছিল চরম ও পরম আকাংখিত।

যে সকল লোক তাঁর আনীত ধর্মে নিজেদের সমর্পণ করলেন তাদের প্রায় সকলেই সমাজের হত দরিদ্র, গোলাম বা এ জাতীয়। মক্কার নেতৃস্থানীয় কেউ তার ডাকে সারা দেয়নি। তারপরও তিনি তাঁর আনীত ধর্মের দিকে মানুষকে ডাকা বন্ধ করলেন না।

এক পর্যায়ে নানাদিক থেকে নির্যামত শুরু হলো। তবুও তিনি ফিরলেন না। শেষ পর্যন্ত তাঁকে হত্যার পরিকল্পনা পাকা করা হলো। এবার তিনি নিজ মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হলেন।

আসুন এবার একটু অতি সাধারণ বুদ্ধি যাকে কমনসেন্স বলে তার ব্যবহার করি।

১) এ ব্যক্তি শুধু শুধু কেন এমন বিপদ ডেকে আনলেন?

২) পার্থিব প্রাপ্তি যেখানে শূন্য সেখানে শুধু শুধু কেন তিনি নিজ ধর্মের প্রতি সকলকে ডাকছেন?

৩) যিনি চারিত্রিক বৈশিষ্ট্যে সেসময়ে সকল যুবকদের চেয়ে উত্তম ছিলেন, মুশরিকরা তাঁকে আল-আমীন উপাধিতে ভূষিত করেছে তাঁর পক্ষে কি মিথ্যা কোন মতবাদ প্রচার শোভা পায়? তারা এক বাক্য সাক্ষ্য দিত তিনি মিথ্যা বলতে পারেন না।

প্রিয় পাঠক, এ যুবক আর কেউ নন, তিনি ছিলেন আখেরি জমানার নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তা’আলার প্রেরিত রাসূল। আর ধর্ম ছিল ইসলাম। তার উপর নাজিল হয় আল-কোরআন যা বিজ্ঞানময় মানবতার মুক্তির একমাত্র গাইডবুক।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising