728 x 90

অস্ট্রেলিয়ায় বিয়ের গাড়ি দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ায় বিয়ের গাড়ি দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। ১১ জুন (রোববার) রাত সাড়ে ১১টার দিকে বিয়ের একটি অনুষ্ঠান থেকে অতিথিরা ফেরার পথে সিডনির অদূরে হান্টার ভ্যালি নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের  তথ্যমতে, রবিবার  রাতে ঘন কুয়াশা ছিল। রাত সাড়ে ১১টার দিকে গাড়িটি মহাসড়কে গোলচত্বরে বাঁক

সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ায় বিয়ের গাড়ি দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। ১১ জুন (রোববার) রাত সাড়ে ১১টার দিকে বিয়ের একটি অনুষ্ঠান থেকে অতিথিরা ফেরার পথে সিডনির অদূরে হান্টার ভ্যালি নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের  তথ্যমতে, রবিবার  রাতে ঘন কুয়াশা ছিল। রাত সাড়ে ১১টার দিকে গাড়িটি মহাসড়কে গোলচত্বরে বাঁক নেয়ার সময় দুর্ঘটনা ঘটে। তবে বেশিরভাগ যাত্রী মদ্যপ বা মাতাল ছিলেন।  বাস চালক মদ্যপ ছিলেন কিনা এ রিপোর্ট লেখা  পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় বাসচালককে  গ্রেফতার করা হয়েছে।  ঝুঁকিপূর্ণভাবে বাস চালানোর জন্য ৫৮ বছর বয়সী এই চালকের বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে। মেইটলেন্ডের এ বাস চালককে  ১৩ জুন মঙ্গলবার আবার আদালতে নেয়া হলে   শর্ত সাপেক্ষে জামিন মনজুর করে ।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেন, অতিথিরা ‘সম্ভবত রাতে থাকার জন্য’ সিঙ্গেলটনে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে চপারে করে গুরুতর আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া  হয়েছে।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক সাংবাদিক সম্মেলনে   বলেছেন, এ রকম একটি সুন্দর জায়গায় একটি আনন্দের দিন এমন ভয়ানক প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়া  সত্যিই দুঃখজনক। এমনটা আশা করা যায় না।

এনএসডব্লিউ প্রিমিয়ার ক্রিস মিন্স বলেছেন, এতগুলি প্রাণ হারানো “হৃদয়বিদারক ছাড়া আর কিছু নয় “, “এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি এমন একটি দিনে ঘটেছিল যেটি ভালবাসা এবং আনন্দে ভরা উচিত ছিল এমন ঘটনা কিন্তু শুধু হৃদয় বিদারককে বাড়িয়ে তোলে,যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের সমবেদনা রইল।”

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising