সুপ্রভাত সিডনি রিপোর্ট: বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার (৪জুন) সিডনির লাকেম্বায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অস্ট্রেলিয়ার বিএনপিনেতা মনিরুল হক জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সাবেক ছাত্রদলের সভাপতি শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়া , ফারুক আহম্মেদ খান, লিয়াকত আলী স্বপন, নাসির উল্লাহ, ডাঃ আব্দুল ওহাব বকুল,মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, মুন্নি চৌধুরী মেধা।
বিএনপি নেতা আবুল হাসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আরাফাত রহমান ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এএনএম মাসুম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন (অ্যাডভোকেট), সেলিম লকিয়ত, জনতার কবিয়াল রাহাত শান্তানু, আব্দুস সমাদ শিবলু, জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিডনি্ বাংলার সম্পাদক মিজানুর রহমান সুমন, বাংলা কথার সম্পাদক আউয়াল খান, সুপ্রভাত সিডনির রিপোর্টার রাশেদুল ইসলাম, দৈনিক বর্তমানের সম্পাদক সাহজাহান সেলিম বুলবুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএম খালেদ, মোহাম্মদ নাসির আহম্মেদ ,আব্দুস সাওার, মোহাম্মদ কামরুজ্জামান,গোলাম রাব্বী শুভ্র,সুধন যোসেফ ক্রুশ, শাহজাহান সেলিম বুলবুল, অসিত গোমেজ, লিন্টাস পেরেরা, মোহাম্মদ বাচ্চু, পবিত্র বড়ুয়া, পলাশ ফারুক, মতিয়ার রহমান,মোহাম্মদ আনোরুজ্জামান,শেখ ফরিদ,মোহাম্মদ আমিনুল,মিজানুর রহমান, জুবাইল হক মানিক, আব্দুল করিম, আব্দুল গফুর প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পেতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে ঐক্যেবদ্ধ ভাবে আন্দোলনের কোন বিকল্প নেই।