নীল সীমান্ত পাড়ি দিয়ে
নীল দিগন্তে মিশে গিয়ে
নীল আকাশ ছু্ঁয়ে যাবো
নীল সমুদ্রে ভেসে ভেসে
মিলবো দু’জন অবশেষে
সুখ স্মৃতিতের খুঁজে পাবো।
টাপুরটুপুর মেঘলা দিনে
ভাল্লাগে না তোমায় বিনে
আনমনে গাই গান।
নীলাভ পর্বত তোমার চোখে
হাসির ঝিলিক চোখেমুখে
শীতল আমার প্রাণ।