বৃষ্টি পড়ে টাপুরটুপুর যেন ছন্দে ছন্দে,
মনটা আমার হলো উদাস কেয়া ফুলের গন্ধে।
হারিয়ে যেতে ইচ্ছে করে পায়রা নদীর বাঁকে,
ডাহুক, কোড়া, রামশালিকে মাছের আঁশে থাকে।
হারিয়ে যেতে ইচ্ছে করে শাপলা ফোঁটা বিলে,
শাপলা তুলতে ইচ্ছে করে বাল্যবন্ধু মিলে।
ইচ্ছে করে তালপুকুরে করতে ঝাঁপাঝাপি,
কলাপাতা মাথায় দিয়ে করতে লাফালাফি।
বৃষ্টি ভেজে ইচ্ছে করে তালের নৌকা বাই,
বৈঠা হাতে নিয়ে ইচ্ছে ভাটিয়ালি গাই।
আমার ছোটবেলা ছিল রসগোল্লা, মিষ্টি,
আমার শৈশব ফিরিয়ে দে বৃষ্টি ওগো বৃষ্টি।