মেয়র দু’জন আছেন ঢাকায়
রাতদিন তারা মশা হাঁকায়
মিছিল মিটিং ফিটফাট
ভেতরে দেখ সদরঘাট
নাকে তেলে ঘুমায় ভালো
জনগণ সব বোকা কালো
স্প্রে এর শব্দে টিকা দায়
মাসে একবার জানিয়ে যায়
খাল নর্দমায় দুর্গন্ধ ছড়ায়
সোয়েজ লাইন আটকে পলিথিন
ময়লা পানিতে রাস্তা বিলীন
তবুও তারা বহাল তবিয়তে
আবারও মেয়র দেখবে ভবিষ্যতে।