ত্রিশ লক্ষ রক্তিম চরণ
দুই লক্ষ স্তবকের একটি কালজয়ী কবিতা
নয় মাসে হয়েছে সৃজন।
কবিতার প্রতিটি চরণ
সোনার হরফে নয় রক্ত দিয়ে লেখা
প্রতিটি স্তবক আমার বোনের সলাজ সম্ভ্রমে আঁকা।
সবুজ মাঠের বুকে
উত্তপ্ত রক্তের ছোপ ছোপ দাগ
প্রতিবাদী মানুষের দেহে ফোটা রক্তজবা ফুল
কবিতার শব্দ হয়ে সাজিয়েছে পঙক্তিমালা।
সন্তানহারা মায়ের বুকফাটা কান্না
পিতার করুণ আর্তনাদ
স্বামীহারা বোনের বিলাপ
এতিম শিশুর নির্বাক আশ্রুপাত
কবিতার ভাব হয়ে গেঁথেছে বিজয় মালা।
আমার ঘরে আগুন দিয়ে আলু পুড়ে খেয়েছিল যারা
আমার এ কবিতার ফ্রেম
যতনে বেঁধেছি আমি তাদের আনত হাড় দ্বারা।
এত বেদনার দুঃখস্মৃতি যেথায় সন্নিবেশ
এ কবিতটি আমার গৌরবের বাংলাদেশ।