সুপ্রভাত সিডনি রিপোর্ট: কমিউনিটি হেলথে অবদান রাখায় ২০২৩ সালে OAM (অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড) পেয়েছেন ডারউইনের আমিনুল ইসলাম। কিংস বার্থডে অনার্স লিস্টে এবার বিভিন্ন ক্যাটাগোরিতে অনার এবং অ্যাওয়ার্ড পেয়েছেন ১,১৯১ জন অস্ট্রেলিয়ান।
এই তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের অভিনন্দন জানান গভর্নর জেনারেল ডেভিড হার্লে। তিনি বলেন, প্রাপকরা যথেষ্ট অবদান রেখেছেন এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে বাংলাদেশীদের ভিতর সর্ব প্রথম এ সম্মানজনক পদবি লাভ করেন সিডনির প্রবীণ সমাজসেবী সকলের প্রিয় কাজী আলী। তিনি প্রায় ৪০ বছর কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে অবিরাম অবদান রেখে যাচ্ছেন।
প্রসঙ্গত. আমিনুল ইসলামের জন্ম মুশির্দাবাদে। দেশ ভাগের পর তিনি চট্টগ্রামে চলে আসেন। আর অস্ট্রেলিয়ায় আসেন ১৯৮৩ সালে।