মানিয়ে নিচ্ছি: আবদুল বাতেন

মাছ ভাতের বদলে ডাল ভাত

ভাতের বদলে আস্ত আলুসিদ্ধ

আলু না জুটলে একটানা উপোস-

মানিয়ে নিচ্ছি, নিতে হচ্ছে।

তেলের বদলে টলটলে পানি

পানি না পেলে শিশির কণা

সেটাও শুকিয়ে গেলে গালের ঘাম-

চালিয়ে নিচ্ছি, সমস্যা নেই।

বিদ্যুৎ পাখার পরিবর্তে হাতপাখা

হাতপাখা হারালে আশ্চর্য আঁচলখানি

ছিঁড়লে আঁচল হাতের তালু-

মানিয়ে নিচ্ছি, আমৃত্যু আরো নেব।

সকাল নিখোঁজ হচ্ছে, বিকাল নিখোঁজ হচ্ছে

দুর্দিন দানব স্বপ্নগুলোর গলা কাটছে

সামনে পেছনে অপমৃত্যু, অহরহ-

মানিয়ে নিচ্ছি, না মেনে উপায় কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *