728 x 90

অস্ট্রেলিয়ান মন্ত্রী টনি বার্কের সাথে কমিউনিটি প্রতিনিধিদলের সাক্ষাত

  সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ৫ জুলাই ২০২৩ বুধবার সকাল ৮.৩০ মি: অস্ট্রেলিয়ার কর্মসংস্থান ও কর্মক্ষেত্র সম্পর্ক মন্ত্রী,সংসদ নেতা, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (Minister for Employment and Workplace Relations, Minister for the Arts, Leader of the House, House of Representatives) মাননীয় মন্ত্রী টনি বার্কের সম্মানে এক প্রাতঃরাশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্টারবুরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ৫ জুলাই ২০২৩ বুধবার সকাল ৮.৩০ মি: অস্ট্রেলিয়ার কর্মসংস্থান ও কর্মক্ষেত্র সম্পর্ক মন্ত্রী,সংসদ নেতা, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (Minister for Employment and Workplace Relations, Minister for the Arts, Leader of the House, House of Representatives) মাননীয় মন্ত্রী টনি বার্কের সম্মানে এক প্রাতঃরাশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্টারবুরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র বিলাল আল হায়েক, সাবেক ডেপুটি মেয়র কদর সালেহ, সিনিয়র লেবার পার্টি নেতা হাসান কুরাইশী এবং অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকার প্রধান সম্পাদক এম,এ ইউসুফ শামীম।

পাঞ্চবোল এলাকায় একটি রেস্টুরেন্টে কোরানিক সোসাইটির কর্নধার শেখ রিদওয়ান আকাওয়ি এই ঘরোয়া প্রাতঃরাশ অনুষ্ঠানের আয়োজন করেন।

মন্ত্রীর সাথে আলোচনায় স্থানীয় কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরেন মুসলিম কমিউনিটি লিডার শেখ রিদওয়ান। লাকেম্বা এলাকার হ্যালডন স্ট্র্রিটে স্পীড ব্রেকারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি এটি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানান। বিশেষত লাকেম্বা মুসাল্লার বিপরীতে অবস্থিত হ্যালডন স্ট্রিট ও রেলওয়ে প্যারেডের কর্নারে প্রায়শ দ্রুতগতির গাড়ির কারণে শিশু, নারী ও বয়স্ক মানুষদের দুর্ঘটনার শিকার হওয়ার কথা বলেন তিনি।

সাবেক ডেপুটি মেয়র কদর সালেহ বলেন, দশ বছর আগের লাকেম্বার সাথে বর্তমান লাকেম্বার বিপুল পার্থক্য সংঘটিত হয়েছে। এ এলাকার উন্নয়ন লক্ষণীয় এবং তিনি আশা করেন যে এই এলাকার অবকাঠামাগত আরো উন্নয়ন শীঘ্রই দেখা যাবে।
হাসান কোরায়শী লাকেম্বা এলাকায় একটি বহুতল কার পার্কের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একটি বহুতল গাড়ি রাখার স্থান ল্যাকেম্বায় অতি জরুরি। এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য তিনি মন্ত্রী এবং কাউন্সিল মেয়রকে অনুরোধ জানান।

এম, এ ইউসুফ শামীম বলেন, লাকেম্বা এলাকায় অপরাধমূলক কর্মকান্ড শুন্যের কোঠায় নামিয়ে আনার জন্য জরুরী কিছু পদক্ষেপ নেয়া দরকার। অধিক সংখ্যক সিসিটিভি এবং স্ট্রিট লাইট লাগানো খুব জরুরি। তাছাড়া, এ এলাকায় পুলিশের পেট্রল বাড়াতে হবে। বিশেষ করে সাইকেলে পেট্রল দেয়ার বিষয়টি খুব জরুরি। কেন অনেক রাস্তায় পুলিশের গাড়ি ঢোকা সম্ভব হয়না, সে সকল রাস্তায় সাইকেলে পুলিশ পেট্রল দিতে পারে। পুলিশের অধিক সংখ্যক উপস্থিতি এ এলাকার নাগরিকদের স্বস্তি এবং ভরসা দেবে বলে তিনি জানান।

অত্র এলাকায় অপরাধ কমানোর জন্য তিনি আরো উল্লেখ করেন, এলকোহল কেনা -বেচার সময় সীমিত করা উচিত। প্রায় প্রতিটি অপরাধের সাথে নেশার একটি সম্পর্ক আছে। এলিস স্প্রিং, টেনান্ট ক্রিক, ক্যাথার্ন এসব এলাকায় সম্প্রতি অ্যালকোহল কেনা বেচার সময় সীমিত করায় কমিউনিটি ইতিমধ্যে লাভবান হয়েছে বলে খবর এসেছে অস্ট্রেলিয়ার প্রথম সারির গণমাধ্যমগুলোতে সুতরাং লাকেম্বা এবং মূলত বৃহত্তর ব্যাংকসটাউন-ক্যান্টারবুরি এলাকাতেও এমন উদ্যোগ নেয়া নেয়া হলে হলে অবশ্যই অপরাধ কমে যাবে।

এ আলোচনায় মেয়র বিলাল মনযোগ সহকারে সবার প্রস্তাবগুলো শুনেছেন। মাননীয় মন্ত্রী টনি বার্কও ইতিবাচকভাবে আলোচনায় অংশ নেন এবং সবাইকে ধন্যবাদ জানান। প্রাতরাশের সময় তিনি সুপ্রভাত সিডনির সম্প্রতি প্রকাশিত জুলাই সংখ্যার পত্রিকাটি দেখেন এবং কমিউনিটিতে সুপ্রভাত সিডনির অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising