তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায় বাতিলের দাবিতে অস্ট্রেলিয়া বিএনপির মানববন্ধন

সুপ্রভাত সিডনি রিপোর্ট: বিএনপির চলমান এক দফার আন্দোলনে আওয়ামী পুলিশলীগ কর্তৃক হামলার প্রতিবাদে এবং  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশী রায় বাতিলের দাবিতে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।রবিবার ৬ আগষ্ট ২০২৩ সিডনির বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বায় রেলওয়ে স্টেশনের পাশে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং আবুল হাছানের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মানবাধিকার সংগঠক অধ্যাপক শিবলী আব্দুল্লাহ, বিএনপি নেতা   লিয়াকত আলী স্বপন, ডাক্তার আব্দুল ওহাব বকুল, একেএম ফজলুল হক শফিক, মুন্নী চৌধুরী মেধা, এএনএম মাসুম, আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, জনতার কবিয়াল রাহাত শান্তানু, একেএম কামরুজ্জামান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ নাসির আহম্মেদ, মো. নৌশাদ আলী, মোহাম্মদ জাকির হোসেন রাজু, মো.কুদ্দুসুর রহমান, মোহাম্মদ আনোরুজ্জামান, এসএম  খালেদ, বিএ রাজু, অ্যাডভোকেট আব্দুল মমিন, আশরাফুল আলম, মোহাম্মদ বাচ্চু, শীমা আক্তার, নাজনীন খানম, মাহবুব রহমান সর্দার মামুন, লিন্টাস পেরেরা, অসীত গোমেজ, সূধন যোসেফ ক্রশ, মাহবুবুল হক দুলাল,আমিনুল ইসলাম রিপন, মোহাম্মদ শহিদুল্লাহ, নূর মোহাম্মদ মাসুম, শাকিব হাসান, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শিবলী আব্দুল্লাহ বলেন, তারেক রহমানকে নির্বাচনে অযোগ্য করার জন্য বিচার  বিভাগকে কুক্ষিত করে এ রায় দেওয়া হয়েছে। তাই আমরা অবিলম্বে এই অবৈধ শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি জানাচ্ছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *