বাবার পায়ের শব্দে- কেঁপে কেঁপে উঠতে থরথর
কাল বৈশাখী ঝড়ের ত্রাসের চেয়ে
নয় মাত্রার ভূমিকম্পের থেকে ভয়াবহ, সে শব্দ
হুড়মুড় করে পড়তে বসতে, বাবার গলার আওয়াজে
চিবাতে চিবাতে
গোগ্রাসে গিলতে থাকতে পাতার পর পাতা
বাবার ছায়ার আলামতকেও আন্দাজ করলে
হাঁটতে তুমি, ঘাড়ত্যাড়া
দশ মাইল দূর দিয়ে; বিদ্যুৎবেগে
ঘাউরামিতে তোমার আঘাত হানত বজ্রপাতের মতো
নাম ধরে বাবার ডাকহাঁক
বাবা খুব বদরাগী ছিলেন, স্বৈরাচারী ছিলেন
ছিলেন একপ্রকার আজরাইল তোমার কাছে
তোমার বিধ্বস্ত জীবন দেখে অথচ সে বাবার নয়ন
ছাপিয়ে উঠত, বর্ষায় বেলান যেমন