রূপসী’র গহ্বরে ঝাঁপ দিয়ে আর উঠবোনা,
খুঁজবো সেথায় মানবতার ছিটেফোঁটা আছে কিনা
ওরেবাহ্ সেখানে তো বিশাল মানবতার ভান্ডার
ফায়ার সার্ভিস,
ডুবুরী দল,
থানা পুলিশ,
নয়’শ নিরানব্বই কর্মী
কত খোঁজাখুঁজি
কত দায়-দায়িত্ব!
একটু যদি ভালোবাসতি আগে,
নিথর দেহ উঠে আসবে দেখার জন্য
চোখ জ্বালাপোড়া করতোনা।