728 x 90

অষ্ট্রেলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

  সুপ্রভাত সিডনি রিপোর্ট: বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অষ্ট্রেলিয়া শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে আগস্টের উপর ‘১৫ আগস্ট থেকে ২১ আগস্ট : একই সুত্রে গাথা’  শিরোনামে এক ভার্চুয়াল আলোচনা সভা ২৩ আগস্ট রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলাওয়াত ও সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট: বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অষ্ট্রেলিয়া শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে আগস্টের উপর ‘১৫ আগস্ট থেকে ২১ আগস্ট : একই সুত্রে গাথা’  শিরোনামে এক ভার্চুয়াল আলোচনা সভা ২৩ আগস্ট রোববার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলাওয়াত ও সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অস্ট্রেলিয়ার সভাপতি মোল্লা মো. রাশিদুল হক। তিনি অনুষ্ঠানে গবেষণামূলক প্রতিবেদন পেশ করেন। এরপর দলের সাধারণ সম্পাদক ড. সানিয়াত ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাসিনা চৌধুরী মিতার সঞ্চালনায় শুরু হয় মূল পর্ব।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ সরকারের অনারারী কনসাল  শফিকুর রহমান অনু (ইঞ্জিনিয়ার), বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি  ড. সিরাজুল হক (অ্যাডভোকেট), বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক শাহানা জেসমিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আহবায়ক বিলকিস জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাংঠনিক সম্পাদক এস এম দিদার হোসেন, মেলবোর্ন আওয়ামী লীগের সভাপতি ড. মাহবুবুল আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার উপদেস্টা, জ্বালানী বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের আহবায়ক  বজলুর রশীদ বুলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সহ-সভাপতি ইশরার ওসমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সহ-সভাপতি ব্যারিস্টার ড. শামীম আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ ফাহাদ চৌধুরী (ইঞ্জিনিয়ার), বাংলাদেশ ছাত্রলীগ, অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগ, অস্ট্রেলিয়ার লীডার  অর্ক হাসান(ইঞ্জিনিয়ার), আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মিল্টন ভুইয়া, বাংলাদেশ ছাত্রলীগ মতলব (দঃ) কমিটির সহ-সভাপতি মো মিরাজ সরকার প্রমুখ। সবশেষে সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোল্লা মো. রাশিদুল হক।

 

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising