তুমি শোন বা না- শোন
কিংবা শুনেও কানে কপাট দিয়ে থাক
কালো হয়ে আসছে দিগন্ত মানুষের দীর্ঘশ্বাসে
মানুষের ক্রমাগত ক্রন্দন বর্ষাকালকে হার মানাচ্ছে!
তুমি দ্যাখ আর না- দ্যাখ
অথবা দেখেও কাঠের চশমা পড়ে থাক
মুদ্রাস্ফীতি, দুর্ভিক্ষ, সন্ত্রাস, যুদ্ধের বর্বরতায়
ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে মানুষ এখন।
তুমি বুঝো আর না বুঝো
নতুবা বুঝেও বদ্ধ পাগলের ভান কর
আগ্রাসন, দূষণ এবং মেয়াদোত্তীর্ণ নেতৃত্বের
জোয়ার নামছে জনপদে জনপদে।
তুমি মানো বা না- মানো
কিংবা মানলেও তালগাছটি তোমার-ই
অর্থ, অস্ত্র, ক্ষমতার খপ্পরে মানুষ আগাগোড়া অন্ধ
শান্তি- প্রগতি- সভ্যতা শব্দগুলো এখন দারুণ হাস্যকর!