সুপ্রভাত সিডনি রিপোর্ট : ৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার জন্য অস্ট্রেলিয়া আওয়ামীলীগের বিশাল প্রস্তুতি চলছে। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ডক্টর সিরাজুল হকের সাথে অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির প্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, দলীয় সিদ্ধান্ত হিসেবে প্রায় ৩০ জনের একটি দল ত্যাগী নেতা ড.সিরাজুল হকের দক্ষ দিক নির্দেশনায় ঢাকা যাচ্ছে।
উল্লেখ্য, ড. সিরাজুল হক প্রথম অস্ট্রেলিয়াতে আওয়ামী লীগের পতাকা উড্ডয়ন করেন যখন আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা ঘুমে ছিলেন। তাঁর সার্বিক প্রচেষ্টায় তিল তল করে গড়ে উঠে প্রশান্ত পারে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া। আজ অনেক নেতার ছড়াছড়ি, তারা হয়তো জানেইনা যে, ড. সিরাজুল হকের কষ্টের পতাকার নিচে ঠাঁই নিয়ে তারাই আবার অস্ট্রেলিয়া আওয়ামী লীগকে ভেঙে ৪/৫ ভাগে বিভক্ত করেছেন।
তারই নেতৃত্বে একটি বিশাল দল এবার অস্ট্রেলিয়া আওয়ামী লীগ সিরাজ ব্যানারে নির্বাচনে কাজ করবে বাংলাদেশে। কেউ কেউ ইতিমধ্যে চলে গিয়েছেন, আবার কেউ বা খুব সহসা যাবেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন : অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ড .সিরাজুল হক, গাজী কামরুল হোসেন নীলু, গাউসুল আলম শাহজাদা, মোহাম্মদ আলী শিকদার, আবুল বাশার রিপন, আব্দুস শাকুর, সাঃ কামাল, শহিদুল ইসলাম, লাবু, জাহিদ হোসেন, আজাদ, লাল্টু প্রমুখ।