কার্তিকের শেষে, জোছনার বেশে
ওগো শশী! তুমি দিও না আলো
প্রেম জাগে না মনে অভিযোগের ক্ষণে
পূর্ণিমা আমার লাগে না ভালো।
কালো দাগের মাঝে বেদনা যে বাজে
রূপোলী থালার চাঁদে-
চুপিসারে ওরে, শীত এল দোরে
মনটা বেঘোরে কাঁদে।
নারকেল শাখা ঝিকিমিকি বাঁকা
লুকোচুরি খেলে যায়
আমি দেখে হাসি, আঁখি জলে ভাসি
শশী, অধরাই থেকে যায়।