আহ্বান এর দ্যুতি ছড়াচ্ছে
আকাশ বাতাস আলোকিত করে
ভোরের উদীপ্ত মহিমায়।
কল্যাণের জন্য এসো
সকল সৌন্দর্য যাঁর সৃষ্টি
আল্লাহ মহান একচ্ছত্র আধিপতি।
নিজেকে সমর্পিত করো
নিজেকে ক্ষুদ্র করো আরও ক্ষুদ্র
বিলীন কর তাঁর সন্তুষ্টিতে।
আহ্বান এতো সুমধুর
আহ্বান হয় এত কোমল
আহ্বান হয় চির কল্যাণের জন্য।