আমাদের ব্যালকনি থেকে এখন আর আকাশ দেখা যায় না
দেয়ালে দেয়ালে আড়াল পড়েছে চাঁদ ও জল-জোছনা
আলো ছায়ার এই শহরে মানুষের মুখ স্পষ্টতর হয় না আর
সোডিয়ামের আলোয় ঝাপসা হয়ে যায় রাতের বুক
তবুও জীবন হাঁটি হাটি পা পা করে চলে যায়,
এখানে মুখোশের আড়ালে বেঁচে থাকার দায়!
তবুও এখানে প্রেম আসে
ইট পাথরে লেখা হয় তুমুল প্রেমকাব্য
স্মৃতিস্তম্ভে শোক প্রস্তাব লিখে রাখে দহনকাল
প্রেমে অপ্রেমে আমাদের দিনগুলো তবুও কেটে যায়
লাভে লোকসানে দিন তো আমাদের কাটেই!