আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে
যেতে হয় গ্রামের বাড়ি,
দুই ধারে সৌন্দর্য্য উছলে পড়ে
সব কিছুকেই ছাড়ি।
গ্রামখানি দেখতে অপরূপ
প্রকৃতি দিয়েছে সাঁজায়,
মনের আনন্দে ঘুরে বেড়ায়
গ্রামের রাখাল রাজায়।
সবুজ আভা ছড়িয়ে আছে
চোখ যায় যতদূর,
সন্ধ্যা হলে যাত্রাপালায়
বাঁজে সানাই সুর।
দেখতে অপরূপ সোনার মতন
আমার গাঁয়ের মাটি,
সুজলা সুফলা শস্য ফলে
সোনার চেয়েও খাঁটি।
সবুজের সমারোহে শান্ত প্রকৃতি
যেন উছলে পড়ে,
শান্তি নেমে আসে চাঁদনি রাতে
আমার কুঁড়ে ঘরে।