728 x 90

নিষ্প্রাণ ঝরা ফুল: সুপদ বিশ্বাস

জীবনটা বোধহয়- ঘন আঁধারে ফোটা কোনো সুগন্ধি ফুল ভ্রমরীর সাক্ষাতহীন নিরব কালক্ষেপণ। মধুতে টইটম্বুর- ঝরে পড়ে ফোঁটাফোঁটা, না দেখে কেউ সৌন্দর্য। অতি নিরুপায়- দূরের মিটিমিটি তারা’য় গড়ি সখ্যতা। না মেলে স্পর্শ, নাহয় কোনো খুনসুটি। নিজেকে ফুটিয়ে তুলি আপন মহিমায়, ডুকরে কাঁদে নিষ্পাপ মন। বৃথাই হাহাকার- হইনি প্রেয়সীর যত্নে তোলা গাঁথা মালা। না পড়েছি কোনো দেবীর

জীবনটা বোধহয়-

ঘন আঁধারে ফোটা কোনো সুগন্ধি ফুল

ভ্রমরীর সাক্ষাতহীন নিরব কালক্ষেপণ।

মধুতে টইটম্বুর- ঝরে পড়ে ফোঁটাফোঁটা,

না দেখে কেউ সৌন্দর্য।

অতি নিরুপায়-

দূরের মিটিমিটি তারা’য় গড়ি সখ্যতা।

না মেলে স্পর্শ, নাহয় কোনো খুনসুটি।

নিজেকে ফুটিয়ে তুলি আপন মহিমায়,

ডুকরে কাঁদে নিষ্পাপ মন।

বৃথাই হাহাকার-

হইনি প্রেয়সীর যত্নে তোলা গাঁথা মালা।

না পড়েছি কোনো দেবীর চরণ তলে।

রাত শেষে যখন আমার দেখা মেলে

তখন নিষ্প্রাণ ঝরা ফুল!

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising