হে জীবন, চিলেকোঠা হতে অট্টালিকা, উত্থান আর পতন শহর-নগর-গঞ্জ কতকিছুই তো দেখলে, দেখলে ভাঙা গড়ার প্রভূত খেলা প্রশ্ন চিহ্ন এঁকে দিয়ে বিতর্কিত হলে। অদৃষ্টের বদনাম, সৎকর্মের কী দাম? অনুতাপে ঝরে ঘাম, ইচ্ছা অনিচ্ছায় কত স্নেহ ভাজন রুদ্রমূর্তি বেশে ঘুচায় চিরবন্ধন। উটকো বিলাস অনটন অশেষ প্রশ্নের ভিড়, অপূর্ণতায় নিঃশেষ। চেতনা সজাগ হতে জীবন মরুপ্রান্ত যুদ্ধবিদ্ধ জর্জরিত
হে জীবন,
চিলেকোঠা হতে অট্টালিকা, উত্থান আর পতন
শহর-নগর-গঞ্জ কতকিছুই তো দেখলে,
দেখলে ভাঙা গড়ার প্রভূত খেলা
প্রশ্ন চিহ্ন এঁকে দিয়ে বিতর্কিত হলে।
অদৃষ্টের বদনাম, সৎকর্মের কী দাম?
অনুতাপে ঝরে ঘাম,
ইচ্ছা অনিচ্ছায় কত স্নেহ ভাজন
রুদ্রমূর্তি বেশে ঘুচায় চিরবন্ধন।
উটকো বিলাস অনটন অশেষ
প্রশ্নের ভিড়, অপূর্ণতায় নিঃশেষ।
চেতনা সজাগ হতে জীবন মরুপ্রান্ত
যুদ্ধবিদ্ধ জর্জরিত সৈনিক ভারাক্রান্ত।
প্রজন্ম রদবদলে আপনজন হয় পর
বিশ্বাসে ধরে ফাটল, সংস্রব ভেঙ্গে চুর।
চেনা পরিজন করে অচেনার ভান
রক্তের বন্ধনে ধরে ঘুন,
কাঁদন আসে না তবু গহন দহন ছাতি
নিখাদ সাধন বুনে মুমূর্ষু জীবন মতি।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *